Lokman Rahman (Noman) (DXE041) – Requested For Festival Leave

বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: জরুরী ভিত্তিতে বাসায় যেতে হবে ।

আগামী ৭.৮.৯ তারিখ আমার আমার বাসায় জরুরী কাজ থাকার কারনে ৩ দিন ছুটি প্রয়োজন।

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা ক্রমে ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করতেছি।

নিবেদক,
মো.লোকমান রহমান (নোমান)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ,বগুড়া।