Lokman Rahman (Noman) (DXE041) – Requested For Other Leave

তারিখ: ১৩/০৬/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: পারিবারিক ব্যাবসা বানিজ্য’র সমস্যার জন্য ছুটি চাহিয়া আবেদন।

শ্রদ্ধেয় স্যার ,
আগামী ১৫/০৬/২০২৪ ইং রোজ শনিবার আমার পারিবারিক ব্যাবসা বানিজ্য’র সমস্যার জন্য জরুরী ভিত্তিতে বাসায় যেতে হবে। উক্ত একদিন অফিসে থাকতে পারছি না।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত এক দিনের ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.লোকমান রহমান (নোমান)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।