তারিখ: ১০/২৯/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: আমার দাদা মারা যাওয়ার জন্য জুরুরী ভাবে ছুটীর আবেদন!
শ্রদ্ধেয় স্যার ,
আজ ১০/২৯/২০২৪ ইং তারিখে আমার দাদা চিকিৎসা অবস্থায়
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান,তাই আমার হাফ বেলা ছুটি মঞ্জর করবেন!
নিবেদক,
মো.লোকমান রহমান (নোমান)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।