তারিখ: ১৯/১২/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ব্যাক্তিগত জরুরী কাজের জন্য ছুটি প্রয়োজন!
শ্রদ্ধেয় স্যার ,
আমার বাসায় আগামী ২১ তারিখ একটি জরুরী ব্যাক্তিগত কাজের জন্য আমি অফিসে একদিন থাকতে পারছি না!
অতএব এই একদিন ছুটি মঞ্জর করে বাধিত করবেন!
নিবেদক,
মো.লোকমান রহমান (নোমান)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ।