Lokman Rahman (Noman) (DXE041) – Requested For Personal Leave

তারিখ: ২৭/০৩/২০২৫ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: বাসায় পারিবারিক কিছু সমস্যার জন্য ২ দিনের ছুটির আবেদন!

শ্রদ্ধেয় স্যার ,
আসসালামু আলাইকুম । আগামি ২৮ -২৯ মার্চ আমার বাসায় কিছু সমস্যা এবং বাক্তিগত কিছু কাজের জন্য অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে ২ দিনের ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.লোকমান রহমান নোমান
গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস,বগুড়া বাংলাদেশ।