তারিখ: ১১/০৫/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: অসুস্থতার জন্য হাফ বেলা ছুটির আবেদন।
শ্রদ্ধেয় স্যার ,
আজ ১১/০৫/২০২৪ ইং রোজ শনিবার হঠাত করেই অসুস্থতা অনুভব করছি, ভেবেছিলাম একটু পর ঠিক হয়ে যাবে কিন্তু বুকের ব্যাথা বেড়েই যাচ্ছে।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত হাফ দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক,
মো.নোমান
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।