তারিখ: ২৭/০১/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়:খেলতে গিয়ে চোখে গুরুতর ভাবে আহত হওয়ার কারনে ছুটি চাহিয়া আবেদন।
শ্রদ্ধেয় স্যার ,
আগামী ২৬-০১-২০২৬ তারিখে আমাদের নিজ কর্মস্থলের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পার্টি ও ফুটবল খেলার আয়জন করা হয়েছিলো,সে খেলায় অংশ গ্রহন করে
খেলা চলা কালিন আমি গুরুতর ভাবে আঘাত পাই তাতক্ষনাক কোনো সমস্যা না হওয়ায় তেমন কিছু হয়নি,পরে সমস্যা বেরে যায় চোখ ফুলে রক্ত যমাট বেধে আমার চোখ বন্ধো হওয়া রাস্তায়।
এ অস্থায় চোখ খুলে রেখে আমার কাজ চলমান রাখা সম্ভব হচ্ছে না ,তাই আমাকে ইমার্জেসি ছুটী দিয়ে বাধিত করবেন।
নিবেদক,
মো.লোকমান রহমান (নোমান)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ।