বরাবর
প্রধান নির্বাহী কর্মকর্তা
বিষয়ঃ এক দিনের ছুটির জন্য আবেদন।
মহোদয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারী। আমার কলেজে যেতে হবে পরীক্ষার ফরম পূরণ করার জন্য। উক্ত কারণে আগামীকাল ০৯/০৮/২০২৫ তারিখে এক দিনের ছুটি প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট সবিনয় আবেদন, আমাকে এক দিনের ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
নিবেদক,
মামুন হাসান