১৬ ই জুন ২০২৫
বিষয় :ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি । আগামী মঙ্গলবার , বুধবার এবং বৃহস্পতিবার ( ১৭,১৮,১৯ জুন) আমার বার্ষিক পরীক্ষা অনষ্ঠিত হবে । উক্ত পরীক্ষায় অংশ গ্রহণ করা আমার প্রয়োজন। আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামী মঙ্গলবার এক দিন (ফুল বেলা) এবং বুধবার ও বৃহস্পতিবার হাফ বেলা ছুটি প্রদান করবেন। তা,আমি আপনার নিকট আশা করছি স্যার ।
শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মেশকাতুল ইসলাম ফিরোজ।