Mashkatul Islam Firoz (DXE047) – Requested For Study Leave

২৪ই সেপ্টেম্বর ২০২৪
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,,

আস্সালামু আলাইকুম

স্যার! আগামীকাল বুধবার (২৫ই সেপ্টেম্বর) আমার কলেজে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে।ওই ক্লাস গুলো আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই আগামীকাল কলেজে উপস্থিত হওয়া আমার প্রয়োজন। আপনার কাছে বিনীত নিবেদন এই যে, আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামীকাল এক দিনের ছুটি প্রদান করবেন। তা, আমি আপনার নিকট আশা করছি স্যার।

বিনীত নিবেদক,,

মেশকাতুল ইসলাম ফিরোজ।