০৮ জানুয়ারি ২০২৫
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আগামী রবিবার থেকে (০৯, ১০,১২,১৩,১৬,১৭ ই ফেব্রুয়ারি) পর্যন্ত আমার কলেজে সেকেন্ড ইন কোর্স ও টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হইবে। উক্ত পরীক্ষাগুলো অংশগ্রহণ করা বাধ্যতামূলক। পরীক্ষা গুলো না দিলে আমাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দিবে না।
অতএব বিনীত নিবেদন, এই যে উক্ত দিনগুলো ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
নিবেদক,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আব্দুল মোতালেব সাজু