Md Abdul Motaleb Sazu (DXE058) – Requested For Study Leave

২৫শে ফেব্রুয়ারী ২০২৫

বিষয় : কলেজে রেজিস্ট্রেশনের জন্য ছুটির আবেদন প্রসঙ্গে ।

জনাব,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমাদের কলেজে এই ২৩-২৪ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। আগামী ২৭ শে ফেব্রুয়ারি কলেজে রেজিস্ট্রেশনের শেষ সময়, আবার উক্ত দিন আমাদের অফিসের খেলা হওয়ায় ২৭ তারিখে কলেজে যাওয়া সম্ভব নয়। যার কারণে আগামী ২৬ তারিখ রেজিস্ট্রেশন করার জন্য আমার ছুটির প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে ২৬ তারিখে রেজিস্ট্রেশনের জন্য ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক,

জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আব্দুল মোতালেব সাজু