৬ই এপ্রিল ২০২৫
বিষয় : কলেজে প্র্যাকটিকাল ক্লাস করার জন্য ছুটির আবেদন প্রসঙ্গে।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আগামী ৭ ই এপ্রিল আমাদের বোটানি ডিপার্টমেন্ট এ ১ম বর্ষের প্রাকটিকাল ক্লাস শুরু হবে।উক্ত ক্লাসে অংশগ্রহণ করা সকল শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক। এমত অবস্থায় আগামীকাল ছুটির প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই যে ৭ তারিখে ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
নিবেদক,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আব্দুল মোতালেব সাজু