Md Abdul Motaleb Sazu (DXE058) – Requested For Study Leave

১৭ই আগস্ট ২০২৫

বিষয় : অর্নাস প্রথম বর্ষ পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহের জন্য অর্ধ- দিবস ছুটির আবেদন প্রসঙ্গে।

জনাব,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আগামী ২৪- ৮ -২০২৫ তারিখ হইতে আমাদের প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী কালকে ডিপার্টমেন্ট থেকে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড বিতরণ করবে। উক্ত কাগজগুলো সংগ্রহের জন্য আমার অর্ধ -দিবস ছুটির প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, এই ১৮তারিখ (সোমবার) অর্ধ -দিবস ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক,

জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: আ: মোতালেব সাজু