Md Delwar Hossain (DXE057) – Requested For Personal Leave

১৮ ফেব্রুয়ারি ২০২৫
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি।আমার ভাইয়া কিছুদিন হলো বাইক এক্সিডেন্ট করেছে, আজকে সে ডক্টরকে দেখাতে আমার কাছে আসচ্ছে, আজকে সোমবার (১৮ ই ফেব্রুয়ারি) সকাল ১০ঃ০০ থেকে দুপুর ১:৩০ পযন্ত ছুটির জন্য আবেদন করচ্ছি। আমাকে ছুটি দিলে আমি আপনার নিকট সারাজীবন কৃতজ্ঞ থাকবো।

শুভেচ্ছান্তে,

জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: দেলোয়ার হোসেন