Md Delwar Hossain (DXE057) – Requested For Study Leave

২২শে এপ্রিল ২০২৫

বিষয় : ফাইনাল পরিক্ষা জন্য ছুটির আবেদন প্রসঙ্গে ।

জনাব,

আস্সালামু আলাইকুম,

আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমাদের অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষা আগামী ২৪ তারিখ থেকে শুরু হবে। আগামী ২৪,২৬,২৭ শে এপ্রিল এই তিনদিন আমার ছুটির প্রয়োজন।

অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, ২৪,২৬,২৭ এই তিনদিনের জন্য ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।

নিবেদক,

জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: দেলোয়ার হোসেন