১৭ মে ২০২৫
বিষয় : ফাইনাল পরিক্ষা জন্য ছুটির আবেদন প্রসঙ্গে ।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমাদের অনার্স ৩য় বর্ষের ফাইনাল পরিক্ষা আগামী ১৮ তারিখ আছে । স্যাঁর আমার বাসায় পথের ওই রাস্তায় সন্ধ্যার পরে গাড়ী পাওয়া যাই না বাসায় যাইতে অনেক সমস্যার সম্মুখীন হয়তে হয় তাই আজকে ( ১৭ই মে ) ২ ঘন্টা আগে আর আগামী ১৮ মে ( রবিবার ) আমার ছুটির প্রয়োজন।
অতএব মহোদয়ের নিকট বিনীত নিবেদন, ( ১৭ই মে ) ২ ঘন্টা আর আগামী ১৮ মে ( রবিবার ) ছুটি মঞ্জুর করে চির কৃতজ্ঞতায় বাধিত করবেন।
নিবেদক,
জুনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
মো: দেলোয়ার হোসেন