08 মে ২০২৫
বিষয় :ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন । আমি আপনার অফিসের একজন কর্মচারি। আগামী 08 মে (বৃহস্পতিবার) আমার বিশেষ ছুটির প্রয়োজন। তাই আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি আগামীকাল 08 মে ছুটি প্রদান করবেন।
শুভেচ্ছান্তে,
একজন ডিজাইন কর্মী
ডিজাইনএক্সপ্রেস
মো: নাইম উদ্দিন