তারিখ: ১২/১২/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ।
বিষয়: অফিস ছুটির জন্য আবেদন।
শ্রদ্ধেয় স্যার ,
আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার প্রতিষ্ঠানের একজন অনুগত কর্মচারী। আপনাকে জানাতে চাই যে, গত কিছুদিন আগে-আমার বড় শালার স্ত্রী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তাই, সেই নবজাতক কন্যা সন্তান কে দেখতে এবং তার আকিকার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আমরা, স্ব-পরিবারে ব্রাহ্মণবাড়িয়া জেলার উদ্দেশ্যে রওনা দেবো।।
উক্ত স্থানটি দূরে হওয়ার কারণে আগামী ১৬/১২/২০২৪ ইং রোজ-সোমবার এবং ১৭/১২/২০২৪ ইং রোজ-মঙ্গলবার, এই ০২ দিন আমি অফিসে উপস্থিত থাকতে পারবো না।।
অতএব, আমি আপনার কাছে উক্ত ০২ দিনের জন্য অফিস ছুটির প্রার্থনা করছি। আশাকরি আপনি আমার আবেদনে সদয় দৃষ্টি দেবেন এবং অনুমতি প্রদান করবেন।
নিবেদক,
মো. মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।
আইডি নং- DXE-033