তারিখ: ১৯/০২/২০২৫ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ।
বিষয়: অফিস ছুটির জন্য আবেদন।
শ্রদ্ধেয় স্যার ,
আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার প্রতিষ্ঠানের একজন অনুগত কর্মচারী। আপনাকে জানাতে হচ্ছে যে, গত জানুয়ারী মাসে আমার চোখের সমস্যার কারণে পর পর দুই বার আমাকে ডাক্তারের কাছে যেতে হয়, যাতে করে আমার চোখ এখন আলহামদুলিল্লাহ কিছুটা ভালো হয়ে গেছে ।। তবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী, তার কাছে গিয়ে শেষবারের মতো চোখের পরীক্ষা করাতে হবে। তাই, আমি আগামীকাল ২০/০২/২০২৫ ইং তারিখে, এক (০১) দিনের ছুটি নিয়ে উক্ত সমস্যার সমাধান করতে আবারও ডাক্তারের কাছে যেতে চাচ্ছি।
অতএব, আমি আপনার কাছে আগামীকালের জন্য অফিস ছুটির প্রার্থনা করছি। আশাকরি আপনি আমার আবেদনে সদয় দৃষ্টি দেবেন এবং অনুমতি প্রদান করবেন।
নিবেদক,
মো. মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।
আইডি নং- DXE-033