আসসালামু আলাইকুম,
স্যার, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আজকে আমার এলাকা তে মুষল্ধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে অফিসে যাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার রেইনকোর্ট নেই, অবশ্যই এটা আমার ব্যার্থতা।
অতএব, আপনার কাছে আমার আবেদন, অনুগ্রহপূর্বক আজকের ছুটি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন।
বিনীত,
মোঃ মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস।।
আইডি নংঃ DXE033