তারিখ: ১৭/০৭/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ১ দিনের ছুটির আবেদন ।
শ্রদ্ধেয় স্যার ,
আমি আপনার প্রতিষ্ঠানে জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত আছি। আগামীকাল ১৮/০৭/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার, আমার খালাতো বোনের বাসায়
তার মেয়ের আকিকার অনুষ্ঠানে আমরা স্ব-পরিবারে নিমন্ত্রিত । নিমন্ত্রণ রক্ষার্থে আমাদের সেখানে উপস্থিত থাকা টা আবশ্যক।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ১ দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক,
মোঃ মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।
আইডি নং- DXE033