তারিখ: ০৮/০৪/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ
বিষয়: ২ দিনের ছুটির আবেদন ।
শ্রদ্ধেয় স্যার ,
আমি আপনার প্রতিষ্ঠানের একজন কর্মচারী। গত ৮/৯ দিন আগে থেকে আমার শরীরে ফোড়া উঠেছে।
এমতাবস্থায় চেয়ারে বসে থেকে অফিস করতে আমার অনেক কষ্ট হচ্ছে। তারপর ও আমি গত ৮/৯ দিন ধরে অনেক কষ্টে অফিস করে আসছি।
কিন্তু, আজকে অফিস চলাকালীন সময়ে ফোড়া থেকে রক্ত বের হয়ে জামা-কাপড় নষ্ট হচ্ছে। তাই, শারীরিক ভাবে সুস্থ হতে আগামী (২) দিন অফিস ছুটি নিয়ে বাসায় থাকতে চাইছি।
অতএব, আপনার কাছে আকুল আবেদন, আমার উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে (২) দিনের ছুটি দানে বাধিত করবেন।
নিবেদক,
মো.মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।
আইডি নং- DXE-033