Mehedi Hasan Kajol (DXE033) – Requested For Sick Leave

তারিখ: ২২/০১/২০২৫ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ।

বিষয়: অর্ধবেলা অফিস ছুটির জন্য আবেদন।

শ্রদ্ধেয় স্যার ,

আশা করি আপনি ভালো আছেন। আমি আপনার প্রতিষ্ঠানের একজন অনুগত কর্মচারী। আপনাকে জানাতে চাই যে, গত ১৬/০১/২০২৫ ইং তারিখে আমার চোখের সমস্যার কারণে অফিস ছুটি নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার চোখের জন্য প্রয়োজনীয় সকল পরীক্ষা-নিরীক্ষা করে কিছু ঔষধ দেয় এবং এক সপ্তাহ পর আবার দেখা করতে বলে।। তাই, আমি আগামীকাল ২৩/০১/২০২৫ ইং অর্ধবেলা ছুটি নিয়ে উক্ত সমস্যার সমাধান করতে আবার ও ডাক্তারের কাছে যেতে হবে।

অতএব, আমি আপনার কাছে আগামীকাল প্রথম অর্ধদিবসের জন্য অফিস ছুটির প্রার্থনা করছি। আশাকরি আপনি আমার আবেদনে সদয় দৃষ্টি দেবেন এবং অনুমতি প্রদান করবেন।

নিবেদক,
মো. মেহেদী হাসান (কাজল)
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার,
ডিজাইন এক্সপ্রেস ।
আইডি নং- DXE-033