Mouli Akter (DXE039) – Requested For Personal Leave Dear CEO, বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার মায়ের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কারনে নভেম্বর ২৪, ২০২৪ হাফ বেলা ( ১:৩০ – ৬:০০) পর্যন্ত ছুটির প্রয়োজন। অতএব, সবিনয় নিবেদন আমাকে ছুটি দিয়ে বাধিত করিবেন নিবেদিকা, মৌলি আক্তার