Mouli Akter (DXE039) – Requested For Study Leave

Dear CEO,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার ডিগ্রি ১ম বর্ষের পরিক্ষার জন্য ফেব্রুয়ারি ২৮, মার্চ ০৫ , এপ্রিল ২১,২২,২৫,৩০ ও মে ৫ তারিখ অফিসে উপস্থিত হতে পারব না।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উপরোক্ত তারিখ ছুটি মুঞ্জুর করবেন।

নিবেদিকা,
মোছাঃ মৌলি আক্তার