Mr. Hafijul Haque (DXE009) – Requested For Personal Leave

তারিখ: ০৪/০৭/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: মা এর মৃত্যু বার্ষিকীর দোয়া খায়ের জন্য ছুটির আবেদন।

জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিস এর একজন কর্মচারী মো. হাফিজুল হক (তুহিন), গ্রাফিক্স ডিজাইনার। আগামী ০৪-০৭-২০২৪ তারিখে আমার মা এর মৃত্যু বার্ষিকীর দোয়া খায়ের জন্য ছুটির প্রয়োজন। এমতাবস্থায় ০৪-০৭-২০২৪ তারিখ (বৃহস্পতিবার) আমার একদিনের ছুটির প্রয়োজন।

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই, যে উপরোক্ত বিষয়টি বিবেচনা ক্রমে ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করতেছি।

নিবেদক,
মো. হাফিজুল হক (তুহিন) গ্রাফিক্স ডিজাইনার।
ডিজাইন এক্সপ্রেস ।