Mr. Hafijul Haque (DXE009) – Requested For Personal Leave

৪ ডিসেম্বর ২০২৫
বরাবর:
রেজাউল করিম তালুকদার
CEO & Founding Director, DesignXpress

বিষয়: আগামীকাল (৫ ডিসেম্বর ২০২৫) এক দিনের ছুটির জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমার বাসায় আগামীকাল, ৫ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার একটি বিশেষ দাওয়াতের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আমার উপস্থিতি অত্যন্ত জরুরি।

তাই, আমি বিনীতভাবে আপনার নিকট আবেদন করছি যে, আমাকে উক্ত দিনের জন্য এক দিনের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন।

আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার দায়িত্ব ও কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

আপনার সদয় বিবেচনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,

আপনার অনুগত,
হাফিজুল হক
[সিনিয়র গ্রাফিক ডিজাইনার]
DesignXpress