Mr. Hafijul Haque (DXE009) – Requested For Personal Leave

তারিখ: ১৪ এপ্রিল ২০২৫
বরাবর:
রেজাউল করিম তালুকদার
সিইও ও প্রতিষ্ঠাতা পরিচালক
DesignXpress

বিষয়: অর্ধদিবসের ঐচ্ছিক ছুটির জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, ব্যক্তিগত কারণে আজ, ১৪ এপ্রিল ২০২৫, আমার অর্ধদিবসের (দুপুর পর) ঐচ্ছিক ছুটির প্রয়োজন।

অতএব, আমি বিনীতভাবে আবেদন করছি যে, আমাকে উক্ত দিনের জন্য অর্ধদিবসের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার দায়িত্ব ও অফিসের কাজ যথাসময়ে সম্পন্ন করার জন্য যথাসাধ্য চেষ্টা করব।

আপনার সদয় অনুমোদনের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,

আপনার অনুগত,
হাফিজুল হাসান তুহিন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress