Mr. Hafijul Haque (DXE009) – Requested For Personal Leave

তারিখ: ২৭ এপ্রিল ২০২৫
বরাবর:
মি. রেজাউল করিম তালুকদার
সিইও ও প্রতিষ্ঠাতা পরিচালক
DesignXpress

বিষয়: অর্ধদিবসের ছুটির জন্য আবেদন

জনাব,

বিনীত নিবেদন এই যে, ব্যক্তিগত কারণে আজ, ২৭ এপ্রিল ২০২৫, আমার অর্ধদিবসের ছুটির প্রয়োজন। আমি আজ Momo Inn Water Park-এ যাওয়ার পরিকল্পনা করেছি এবং সেখানে কিছু সময় বিশ্রাম গ্রহণ করব।

অতএব, আমি বিনীতভাবে অনুরোধ করছি যে, আমাকে আজকের দিনের জন্য অর্ধদিবসের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, অফিসের সকল দায়িত্ব যথাসময়ে যথাযথভাবে সম্পন্ন করব।

আপনার সদয় বিবেচনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।

ধন্যবাদান্তে,

আপনার অনুগত,
হাফিজুল হাসান তুহিন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress