তারিখ: ২১ আগস্ট ২০২৫
বরাবর:
Rezaul Karim Talukdar
CEO & Founding Director,
DesignXpress
বিষয়: চাচার বিয়ে উপলক্ষে ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার চাচার বিবাহের অনুষ্ঠান উপলক্ষে আজ, ২১ আগস্ট ২০২৫ (বৃহস্পতিবার) গায়ে হলুদ ও পারিবারিক কাজে ব্যস্ত থাকার কারণে আমার আজ অর্ধদিবসের ছুটি প্রয়োজন।
তাছাড়া মূল বিবাহ অনুষ্ঠান ২৩ আগস্ট ২০২৫ (শনিবার) তারিখে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থেকে পারিবারিক দায়িত্ব পালন করা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য ওই দিনে আমার একটি পূর্ণ দিবসের ছুটি প্রয়োজন হবে।
অতএব, আমি বিনীতভাবে আপনার নিকট আবেদন করছি যে, আমাকে উক্ত দুই দিনের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন। আমি আশ্বস্ত করছি যে, ছুটির পূর্বে ও পরবর্তী সময়ে আমার দায়িত্ব যথাসময়ে এবং সঠিকভাবে সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব।
আপনার সদয় অনুমোদনের জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে,
আপনার অনুগত,
হাফিজুল হাসান তুহিন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress