Nasim Talukdar (DXE049) – Requested For Sick Leave

সম্মানিত,
CEO and Founder

আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত কর্মচারি। শারিরীক ভাবে অসুস্থ থাকার কারনে আমার পক্ষে আজ অফিসে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না।
এমতা অবস্থায় আমি ১০ নভেম্বর অর্থাৎ আজকে এক দিনের ছুটির আবেদন করছি।

অতএব,উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে এক দিনের ছুটির অনুমতি প্রদান করে বাধিত করবেন।

ধন্যবাদান্তে,
মোঃ নাসিম তালুকদার