Raju Ahmed (DXE040) – Requested For Personal Leave

তারিখ: ১৩/০৯/২০২৪– ইং

বরাবর,
ডিজাইন এক্সপ্রেস (CEO)

উপশহর সদর বগুড়া।

বিষয়: বোনকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য (০২) দুই দিনের ছুটি আবেদন

জনাব,

সবিনয় বিনিত আবেদন এই যে, আমি আপনার অফিসে কর্মরত একজন কর্মচারী । আমি দীর্ঘদিন ধরে আপনার অফিসে সততা এবং বিশ্বস্ততার সহিত সাথে কাজ করে আসছি। আগামী ১৩/০৯/২০২৪– ইং তারিখে আমার বোনকে ডক্টর কাছে নিয়ে যাওয়ার জন্য । আর তাই আগামী ১৪/০০৯/২০২৪– ইং থেকে  ১৫/০৯/২০২৪– ইং মোট (০২)  দুইদিন আমার অফিসে থাকা সম্ভব হবে না।

অতএব, আপনার কাছে আমার বিনীত নিবেদন এই যে, অনুগ্রহপূর্বক এই দুই দিনের ছুটি মঞ্জুর করতে জনাবের মর্জি হয়।

নিবেদক,

মো রাজু আহমেদ, জুনিয়র গ্রাফিক্স ডিজাইনয়ার
উপশহর, বগুড়া সদর, বগুড়া।