১জানুয়ারি ২০২৫
বিষয় : হাফ বেলা ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি। আজ ১জানুয়ারি ২০২৫ হাফ বেলার জন্য আমার একটু ছুটির প্রয়োজন। আমার নানি বাড়িতে গত ২ দিন যাবৎ আমাদের দাওয়াত কিন্তুু আমি উপস্থিতি থাকতে পারিনি বাসা থেকে অনেক বললো যেনো অন্তত হাফ বেলা উপস্থিত হয় । আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আজ দুপুরের পর থেকে হাফ বেলা ছুটি প্রদান করবেন।
শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
রেজওয়ান আলিফ