Razyone Alif (DXE053) – Requested For Personal Leave

তারিখ: ২৭/০৪/২০২৫ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: অফিসের কলিগরা মিলে ঘুরতে যাওয়ার জন্য আবেদন।

শ্রদ্ধেয় স্যার ,
আসসালামু আলাইকুম । আজ ২৭ এপ্রিল রোজ রবিবার আমাদের অফিসের সব কলিগ রা মিলে ঘুরতে যাওয়ার প্লান করা হয় এবং সেখানে আমিও ঘুরতে যাবো
তাই আজ ২৭ এপ্রিল আমার অর্ধ দিন ছুটি প্রয়োজন।
অতএব, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে অর্ধ দিনের ছুটি দানে বাধিত করবেন।

নিবেদক,
মো.রেজওয়ান আলিফ
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ।