১০ মে ২০২৪
বিষয় :ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।
জনাব,
আস্সালামু আলাইকুম,
আশা করি আপনি ভালো আছেন।আমি আপনার অফিসের একজন কর্মচারি।আগামী ১১ মে ,আমার এই একদিন ঐচ্ছিক ছুটির প্রয়োজন । আপনার কাছে বিনীত নিবেদন এই যে,আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামীকাল ১১ মে এই একদিন ছুটি প্রদান করবেন।
শুভেচ্ছান্তে,
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস
রেজওয়ান আলিফ