Razyone Alif (DXE053) – Requested For Study Leave

২ ডিসেম্বর ২০২৪
বিষয় : ছুটির জন্য আবেদন।
জনাব,,

আস্সালামু আলাইকুম

স্যার! আগামীকাল মঙ্গলবার ( 3 ডিসেম্বর) আমার কলেজে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস অনুষ্ঠিত হবে এবং সেই সাথে আমার প্রথম সাময়িক পরীক্ষার ফী দিতে হবে যা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ । তাই আগামীকাল কলেজে উপস্থিত হওয়া আমার প্রয়োজন। আপনার কাছে বিনীত নিবেদন এই যে, আপনি উক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে আগামীকাল এক দিনের ছুটি প্রদান করবেন। তা, আমি আপনার নিকট আশা করছি স্যার।

বিনীত নিবেদক,,

রেজওয়ান আলিফ