Dear CEO
DesignXpress,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার ভোটের আইডি কার্ডের সমস্যার কারনে নির্বাচন অফিসে যেতে হবে । উক্ত কারণে আমি অফিসে উপস্থিত থাকতে পারছি না ।তাই আমার ০৬-০৩-২০২৫ তারিখে ১২:০০ টা ০৪:৪৫ মিনিট পর্যন্ত ছুটি প্রয়োজন
অতএব, সবিনয় নিবেদন আমার ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
রিয়া আক্তার আঁখি