Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার মেয়ে হঠাৎ করেই বমি, জ্বর,পেটের সমস্যার কারনে অনেক অসুস্থ , তাই আমার মেয়েকে ডাক্তার এর কাছে নিয়ে যাওয়ার কারণে ২৮/০৪/২০২৪ আমার ছুটির প্রয়োজন।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উক্ত তারিখে ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
রিয়া আক্তার আঁখি