Dear CEO,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারি। আমার মেয়ে হঠাৎ রাত থেকে বমি জ্বর অনেক অসুস্থ তাই আমি ২৭-০৭-২০২৪ তারিখে অফিসে উপস্থিত হওয়া সম্ভব হচ্ছে না। তাই ২৭ জুলাই তারিখে আমার ছুটি প্রয়োজন ।
অতএব, সবিনয় নিবেদন আমাকে উক্ত তারিখে ছুটি মুঞ্জুর করবেন।
নিবেদিকা,
রিয়া আক্তার আঁখি