Dear Ceo Designxpress
বিনীত নিবেদন এই যে, আমি আপনার অফিসের একজন কর্মচারী। আমার বাবা অসুস্থতার কারণে ২,৩ ও ৪ তারিখ হাসপাতালে ভর্তি ছিল, উক্ত দিনগুলোতে আমি বাবার সাথে হাসপাতালে থাকার কারণে অফিসে উপস্থিত হতে পারিনি ।
অতএব সবিনয় অনুরোধ আমাকে উক্ত দিনগুলোর ছুটি দিয়ে বাধিত করবেন।
নিবেদিকা
রিতা খাতুন