Sabbir Ahmed (DXE035) – Requested For Festival Leave

তারিখ: 0৮/0৪/২০২৪ ইং
বরাবর,
প্রধান নির্বাহী কর্মকর্তা
ডিজাইন এক্সপ্রেস
বগুড়া, বাংলাদেশ

বিষয়: ইফতার মাহফিলের জন্য।

শ্রদ্ধেয় স্যার ,
আন্তরিক শুভেচ্ছা। আমি মো.সাব্বির আহমেদ জয় ডিজাইনের এক্সপ্রেসের (জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার) । অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, ০৯.০৪.২০২৪ দুপুর থেকে হাফ বেলা ছুটি প্রয়োজন।

অতএব, মহোদয়রে নিকট আকুল আবদেন এই, যে উপরোক্ত বিষয়টি বিবেচনা ক্রমে ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করতেছি।

নিবেদক,
মো.সাব্বির আহমেদ জয়
জুনিয়র গ্রাফিক্স ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস ।