আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO and Founder
বিষয়: ঐচ্ছিক ছুটির জন্য আবেদন।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, আমার বেক্তিগত কারণে একদিন ঐচ্ছিক ছুটি প্রয়োজন।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহ পূর্বক আমাকে ঐচ্ছিক ছুটি মঞ্জুর করে চিরকৃতজ্ঞ দানে আবদ্ধ রাখিবেন।
ধন্যবাদান্তে,
সাব্বির আহমেদ