আসসালামু আলাইকুম,
সম্মানিত,
CEO and Founder
বিষয়: আমার মাকে ডাক্তার দেখাবো।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে,আগামীকাল সকাল থেকে লাঞ্চ পিরিয়ড পর্যন্ত ছুটির জন্য আবেদন। কাল আমি আমার মাকে ডাক্তার দেখাবো, তার চোখের সমস্যা।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহ পূর্বক আমাকে সকাল থেকে লাঞ্চ পিরিয়ড পর্যন্ত ছুটি মঞ্জুর করে চিরকৃতজ্ঞ দানে আবদ্ধ রাখিবেন।
ধন্যবাদান্তে,
সাব্বির আহম্মদ