Sakil Hossen Nahid (DXE011) – Requested For Festival Leave

আমি বিনীতভাবে জানাতে চাই যে, ১৮ই নভেম্বর ২০২৪ তারিখে আমার ভাইয়ের (রাকিব ভাই) বাড়িতে একটি পারিবারিক দোয়ার আয়োজন করা হয়েছে। সে উপলক্ষে আমি এক দিনের ছুটি নিতে আগ্রহী।

অতএব, অনুগ্রহপূর্বক আমার ছুটির আবেদনটি বিবেচনা করলে কৃতজ্ঞ থাকব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, ছুটির আগে সব কাজ সম্পন্ন করব।