রেজাউল করিম তালুকদার
সিইও ও ফাউন্ডিং ডিরেক্টর
ডিজাইনএক্সপ্রেস
বিষয়: মামার বিবাহ অনুষ্ঠানে যোগদানের জন্য দুই দিনের ছুটির আবেদন
জনাব,
অত্যন্ত বিনীতভাবে জানাচ্ছি যে, আমার মামার বিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। পারিবারিক এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমাকে গ্রামে যেতে হবে। এ কারণে আমি অফিস থেকে দুই দিনের ছুটি গ্রহণ করতে চাই।
বিশেষভাবে উল্লেখ্য, আমার ছুটির প্রয়োজন হবে ২১ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার এবং ২৩ আগস্ট ২০২৫, শনিবার তারিখে। আমি বিশ্বাস করি, আপনার অনুমতি পেলে আমি পরিবারের সঙ্গে এই আনন্দঘন মুহূর্তটি ভাগ করে নিতে পারবো।
আমি আপনাকে আশ্বস্ত করছি যে, ছুটির পূর্বে আমার দায়িত্বসমূহ সঠিকভাবে সম্পন্ন করবো এবং চেষ্টা করবো যাতে অফিসের স্বাভাবিক কার্যক্রম কোনোভাবেই ব্যাহত না হয়।
অতএব, আমার এই ছুটির আবেদনটি অনুমোদনের জন্য আপনাকে আন্তরিকভাবে অনুরোধ করছি।
ধন্যবাদান্তে,
সাকিল হোসেন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস