তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৪
বরাবর:
রেজাউল করিম তালুকদার ভাই
সিইও ও প্রতিষ্ঠাতা পরিচালক, DesignXpress
বিষয়: আন্টির বাসায় সভার দাওয়াত উপলক্ষে এক দিনের ছুটির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমার এক আন্টির বাসায় আগামীকাল, ২৬ ডিসেম্বর ২০২৪, একটি বিশেষ সভার দাওয়াত রয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তাই, আমি বিনীতভাবে আপনার নিকট আবেদন করছি যে, আমাকে উক্ত দিনের জন্য এক দিনের ছুটি মঞ্জুর করার অনুগ্রহ করবেন।
আপনার সদয় বিবেচনার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকব।
ধন্যবাদান্তে,
আপনার অনুগত,
শাকিল হোসেন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
DesignXpress