Sakil Hossen Nahid (DXE011) – Requested For Personal Leave

রেজাউল করিম তালুকদার
সিইও ও ফাউন্ডিং ডিরেক্টর
ডিজাইনএক্সপ্রেস

বিষয়: ঐচ্ছিক কারণে একদিনের ছুটির জন্য আবেদন

জনাব,
বিনীতভাবে জানাচ্ছি যে, ব্যক্তিগত ও ঐচ্ছিক কারণে আমি ০৩ আগস্ট ২০২৫ তারিখে একদিনের ছুটি প্রয়োজন। আমি নিশ্চিত করছি যে, এই ছুটির কারণে অফিসের কোনো কার্যক্রমে ব্যাঘাত ঘটবে না।

আপনার সদয় অনুমতির জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

ধন্যবাদান্তে,
সাকিল হোসেন
সিনিয়র গ্রাফিক ডিজাইনার
ডিজাইনএক্সপ্রেস