আসসালামুওয়ালাইকুম স্যার,
আমার সহধর্মিনীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, যার কারণে আগামীকাল ১৩ জুন ২০২৪ অফিস টাইমের ২য় ভাগ অর্থাৎ ১ঃ৩০ থেকে ৬ঃ০০ অব্দি ছুটির প্রয়োজন।
আমাকে উক্ত অর্ধবেলা ছুটি দিয়ে বাধিত করিবেন।
ধন্যবাদ,
মোঃ সামিউল আলম ফাহিম
DXE-020,
Senior Graphic Designer,
DesignXpress, Bogura.