আসসালামুওয়ালাইকুম স্যার,
আপনি অবগত আছেন আমার স্ত্রী গর্ভবতী। ডাক্তারের শরণাপন্ন হতে হচ্ছে এজন্য আমার আগামীকাল ১০ ফেব্রুয়ারী অর্ধবেলা অর্থাৎ দুপুর ২ঃ৩০-৬ঃ০০ অব্দি ছুটির প্রয়োজন।
আমাকে উক্ত অর্ধবেলা ছুটি দিয়ে বাধিত করিবেন।
নিবেদক,
মোঃ সামিউল আলম ফাহিম
সিনিঅর গ্রাফিক ডিজাইনার
ডিজাইন এক্সপ্রেস, বগুড়া